kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

যে কারণে ছাগলটির দাম কোটি টাকা!

অনলাইন ডেস্ক   

২১ জুলাই, ২০২১ ১৪:২৪ | পড়া যাবে ১ মিনিটেযে কারণে ছাগলটির দাম কোটি টাকা!

দেখতে বেশ বড়সড় একটা ছাগল। সেই ছাগলের দাম এক কোটি চাইলেন বিক্রেতা। যা শুনে অনেকের চোখ কপালে উঠলেও এই ছাগলের জন্য ৫১ লাখ পর্যন্ত দিতে রাজি ক্রেতা।

প্রশ্ন উঠতে পারে কী বিশেষত্ব ওই ছাগলের, যার জন্য পুরো এক কোটি রুপি দাম চাইছেন বিক্রেতা।

জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের ওই ছাগলের শরীরে জন্ম থেকেই আরবি ভাষায় 'আল্লাহ্' লেখার মতো চিহ্ন আছে। এই বিশেষ চিহ্নের জন্য ছাগলটিকে ১ কোটি ৭৮৬ রুপিতে বিক্রি করতে চেয়েছিলেন এর মালিক। তবে ক্রেতারা ৫১ লাখ রুপির বেশি দিতে রাজি না হওয়ায় টাইগার নামের ছাগলটিকে ফিরিয়ে নিয়ে গেছেন তারা।

ছাগলটি আকারে বেশ বড় আর স্বাস্থ্যবান। অন্তত দুজন লাগে ছাগলটিকে নিয়ন্ত্রণ করতে।সাতদিনের সেরা