kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

ছায়ানটের ভাষা-সংস্কৃতির আলাপ-৮ম আবর্তনে ভর্তি

অনলাইন ডেস্ক   

৪ জুলাই, ২০২১ ২০:৩৩ | পড়া যাবে ১ মিনিটেছায়ানটের ভাষা-সংস্কৃতির আলাপ-৮ম আবর্তনে ভর্তি

বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানট পরিচালিত কার্যক্রম ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি।

এক বছর মেয়াদী কার্যক্রমের অষ্টম আবর্তন শুরু হচ্ছে শ্রাবণ ১৪২৮ থেকে।

আলাপের বিভিন্ন দিনের সূত্রধর হিসেবে থাকবেন মুস্তাফা মনোয়ার, সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, তানভীর মোকাম্মেল, ম. হামিদ, মোহাম্মদ আজম, রওশন জামিল চৌধুরী, ড. ফওজিয়া মান্নান, ড. জসীম উদ্দিন, মৃত্তিকা সহিতা প্রমুখ গুণীজন। বৈঠক বসবে ১৪ দিন অন্তর শুক্রবার বিকেল ৪টা ৩০মিনিটে।

আগ্রহীদের জন্য যোগাযোগ: মুঠোফোন-  ০১৭৩০৪৮২৪৬২, ইমেইল- [email protected]

বৈঠক শুরু: ২২ শ্রাবণ ১৪২৮, ০৬ আগস্ট ২০২১ (অনলাইন,জুম)। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা