kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

এবার যে পদ্ধতিতে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানো হচ্ছে

অনলাইন ডেস্ক   

১৪ মে, ২০২১ ১৪:৩৬ | পড়া যাবে ১ মিনিটেএবার যে পদ্ধতিতে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানো হচ্ছে

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস রকেট হামলা চালাচ্ছে। এর পাশপাশি সুইসাইড ড্রোন হামলাও চালানো হচ্ছে ইসরাইলের অভ্যন্তরে। এসব ড্রোনে বিস্ফোরণ বোঝাই করে হামাস আল কাসেম ব্রিগেডস এ হামলা চালাচ্ছে। 

গতকাল বৃহস্পতিবার এসব কথা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। সেখানে দেখা গেছে সুইসাইড ড্রোনগুলোকে টার্গেট করে গোলা নিক্ষেপ করা হচ্ছে। 

হামাস আল কাসেম ব্রিগ্রেডসের পক্ষ থেকে একটি ভিডিও টুইটে ছাড়া হয়। এতে সুইসাইড ড্রোনে বিস্ফোরক ভরে উড়ানোর চেষ্টা করা হচ্ছে। 

ইসরাইলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গত ৯ মে পবিত্র শবেকদরের নামাজ শেষে আল-আকসা চত্বরে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। এরপর ইসরাইলের নিরাপত্তা বাহিনী স্টান গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে তা সহিংসতায় রূপ নেয়।

ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ২৭ শিশুসহ মোট ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল। এদিকে অভ্যন্তরীণ দাঙ্গার কারণেও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলে।সাতদিনের সেরা