kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

প্রেমিক-প্রেমিকার ওপর গুলি চালায় পুলিশ? জানুন সত্য ঘটনা

অনলাইন ডেস্ক   

১৪ এপ্রিল, ২০২১ ২০:৫০ | পড়া যাবে ১ মিনিটেপ্রেমিক-প্রেমিকার ওপর গুলি চালায় পুলিশ? জানুন সত্য ঘটনা

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক যুগলের ওপর গুলি চালাল পুলিশ। এমন ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে হরিয়ানার স্থানীয় প্রশাসন। কোনো পুলিশ এমন নির্মমভাবে গুলি চালাতে পারে? ভারতের হরিয়ানার ফ্রেন্ডস ক্যাফের সামনে ঘটে এমন এক ঘটনা। 

পুলিশের হাত ভিডিও ফুটেজ আসা মাত্রই তারা জানতে পারে এটি সত্যি ঘটনা নয়, ওয়েব সিরিজ শুটিং-র ফুটেজ। কিন্তু অভিনয়ের দক্ষতা বুঝতেই দেয়নি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, এই ভিডিওটি সত্যি ঘটনা নয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি হরিয়ানার ফ্রেন্ডস ক্যাফের সামনে একটি শুটিং-র ফুটেজ। অভিনয় এত সাবলীল যে, এটি শুটিং হচ্ছিল তা বোঝা দায়। সত্যতা জানার পর, একাংশ প্রশংসা করলেও, অনেকেই ভিডিওটি শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন।

সূত্র: জিনিউজ।সাতদিনের সেরা