kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

ঢাকা জিম ওনার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিজয়ী সংবর্ধনা

অনলাইন ডেস্ক   

৩১ জানুয়ারি, ২০২১ ১২:৩৯ | পড়া যাবে ১ মিনিটেঢাকা জিম ওনার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিজয়ী সংবর্ধনা

জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা ২০২০ এবং বাংলাদেশ পাওয়ার লিফটিং প্রতিযোগিতা ২০২০ এর চ্যাম্পিয়নদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঢাকা জিম ওনার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত স্পোর্টস ইনসাইডের পৃষ্ঠপোষকতায় আলতাফ হোসেনের সভাপতিত্বে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় 'উইনার রিসিপশন ২০২১'। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টস ইনসাডের কর্ণধার শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.  নজরুল ইসলাম।

ঢাকা জিম ওনার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলার বিজয়ী খেলোয়াড় এবং জিম মালিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তরা বলেন জাতীয় পর্যায়ের খেলাগুলো ক্রীড়া প্রতিষ্ঠানের মালিক এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদানের জন্য মূলত আজকের আয়োজন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জিম ওনার্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কালের কণ্ঠ শুভসংঘর কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রিন্স, খালেদ আব্দুল্লাহ বাবু, কামরুজ্জামান কামাল, মানসদেব, মমিনুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা