এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪টি জেলা চেম্বার ও ১৪টি মহিলা চেম্বারের মাধ্যমে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) শেখ ফজলে ফাহিম রাজধানীর কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, কড়াইল আনসার ক্যাম্প মাঠ, বনানী এবং দিশারী ক্রীড়া চক্র মাঠ ও মহাখালী এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় এফবিসিসিআইয়ের সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব রেজাউল করিম রেজনু, দিলীপ কুমার আগারওয়াল, মীর নিজাম উদ্দিন আহমেদ, জনাব নিজাম উদ্দীন রাজেশ, পরিচালক জনাব সুজিব রঞ্জন দাস, মো. সালাউদ্দিন আলমগীর, মো. আমজাদ হোসেন, এম এ রাজ্জাক খাঁন, জনাব মেহেদী আলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুলসহ আরো অনেকে।
মন্তব্য