kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

পোস্টারে অমিত শাহের নিচে রবীন্দ্রনাথের ছবি, বিতর্কের ঝড়

অনলাইন ডেস্ক   

১৯ ডিসেম্বর, ২০২০ ১২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেপোস্টারে অমিত শাহের নিচে রবীন্দ্রনাথের ছবি, বিতর্কের ঝড়

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পোস্টারে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'এর ছবির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে অমিত শাহকে সম্মান জানানোর জন্য রঙ-বেরঙের ব্যানার-পোস্টার লাগিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। 

সেসব পোস্টার-ব্যানারে অমিত শাহের ছবির পাশাপাশি বিজেপি নেতাদেরও ছবি রয়েছে। কিন্তু পোস্টার-ব্যানারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখা নিয়েই সমালোচনা হচ্ছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তরা বলছেন, বিশ্বকবির ছবি একজন মন্ত্রীর ছবির নিচে কেন থাকবে? সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

এক টইট বার্তায় তৃণমূল কংগ্রেস জানিয়েছে, সীমার মধ্যে থাকুন অমিত শাহ ও পশ্চিমবঙ্গ বিজেপি। কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের সাহস হয়? এটা অত্যন্ত লজ্জার। গুরুদেবের উপরে নিজেকে রাখছেন আপনি (অমিত শাহ)! পশ্চিমবঙ্গের মানুষ এসব ক্ষমা করবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা