বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের বাবা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রাক্তন পরিচালক এবং বিশিষ্ট সমাজসংস্কারক মরহুম রোস্তম আলী মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর জন্মস্থান চাঁদপুরের কচুয়ায় স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
কচুয়ায় তাঁর নামে প্রতিষ্ঠিত কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দোয়ার আয়োজন করা হয়। মরহুম রোস্তম আলী মিয়ার তিন সন্তান। অন্য দুই সন্তানের মধ্যে একজন সিনিয়র জেলা জজ জনাব আ ন ম জাহাঙ্গীর আলম এবং অন্যজন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তা জনাব সালাউদ্দীন সুমন। তিনি সন্তান, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। আর আগে তাঁরা মরহুমের কবর জিয়ারত করেন।
মন্তব্য