kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

পছন্দের নেতার সাফল্যে নিজের চার আঙুল বিসর্জন দিলেন এক ব্যক্তি

অনলাইন ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২০ ১২:০৮ | পড়া যাবে ১ মিনিটেপছন্দের নেতার সাফল্যে নিজের চার আঙুল বিসর্জন দিলেন এক ব্যক্তি

নীতিশ কুমার

বিহারের জাহানাবাদের এক যুবক নীতিশ কুমারের ভক্ত। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলে নিজের একটি করে আঙুল কেটে সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করেন তিনি! 

গতকাল সোমবার সেই অনিল শর্মা নিজের চতুর্থ আঙুল কেটে গড়াইয়া বাবার মন্দিরে উত্সর্গ করেন। তিনি জানান, নীতিশ কুমার আমার প্রিয় নেতা বলেই এ কাজ করি।

জাহানাবাদ জেলার ঘোসি থানা এলাকার ভাইনা গ্রামে এ ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সী অনিল শর্মা ওরফে আলী বাবা নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ায় আগেই তিনটি আঙুল কেটে ফেলেছেন। ১৬ নভেম্বর নীতিশ কুমার আবারো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে তিনি  নিজের চতুর্থ আঙুল কেটে ফেলেন।

অনিল শর্মার এই আবেগ দেখে অবাক হয়ে গেছেন স্থানীয়রাও। অনিল জানিয়েছেন, তিনি এই কাজ করে আনন্দ পান। জানা গেছে, এবার গড়াইয়া বাবার কাছে মানত করেছিলেন তিনি। নীতিশ বিহারের মুখ্যমন্ত্রীর সিংহাসন পাওয়ার পর সেই মানত মতোই নিজের আঙুল কেটে ফেলেন অনিল শর্মা।

সূত্র : কোলকাতা টোয়েন্টিফোর

মন্তব্যসাতদিনের সেরা