kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস উপলক্ষে দরিদ্রদের জন্য নানা আয়োজন

অনলাইন ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২০ ১২:৫৫ | পড়া যাবে ১ মিনিটেওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস উপলক্ষে দরিদ্রদের জন্য নানা আয়োজন

সম্প্রতি ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস অক্টোবর ২০২০ উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা মদিনা বাংলা, ঢাকা মানিক নগর গ্রীণ, ঢাকা বনশ্রী গ্রীণ, মতিঝিল গ্রীণ, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া গ্রীণ, ঢাকা রোজ গার্ডেন, লিও ক্লাব অব মদিনা বাংলা গ্রীণ এর যৌথ আয়োজনে মাদ্রাসার অন্ধ ছাত্রদের মাঝে বস্ত্র, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, দাতেঁর চিকিৎসা, ডায়াবেটিক পরীক্ষা, ওষুধসামগ্রী প্রদানসহ গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ উপস্থিত ছিলেন। এছাড়াও লেডি জেলা গর্ভনর লায়ন প্রফেসর জুলেখা বেগম জুই, ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন শাহেনা রহমান, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন শরীফ আলী খান, সাবেক জেলা গর্ভনর লায়ন মোস্তাফা কামাল, কেবিনেট সেক্রেটারি লায়ন আব্দুল কাদের শিকদার, লিও জেলা চেয়ারপার্সন লায়ন ডা. খন্দকার মোজাহারুল আনোয়ার, লিও জেলা সভাপতি লায়ন এসএম আলাউদ্দীন আলোসহ লায়ন ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

মন্তব্যসাতদিনের সেরা