kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

পুরনো বাড়ি থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ১৩:০৯ | পড়া যাবে ১ মিনিটেপুরনো বাড়ি থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার

৮০ বছরের পুরনো একটি বাড়ি থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই সাপটির নাম ওরিয়েন্টাল ওড-টুথ স্নেক। 

গতকাল বুধবার সাপটি উদ্ধার করা হয়েছে জাপানের টোকিও শহরের পূর্বাঞ্চল ছিবা এলাকা থেকে। একটি পাত্রের মধ্যে লুকিয়ে ছিল সাপটি।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় এই সাপের নামও রয়েছে। মাসাকি হানাডার ৮০ বছর পুরনো এক ভবনে বাগানের মধ্যে সাপটি দেখা যায়।

সাপটির ছবি তুলে এক ব্যক্তি ছিবা বায়োডাইভারসিটি সেন্টারে পাঠান। তারা জানান, এটি ওরিয়েন্টাল ওড-টুথ স্নেক। সাপটি ২০ সেন্টিমিটার লম্বা। বয়স খুব বেশিদিন হয়নি।

সূত্র : দ্য মেইনআইচি

মন্তব্যসাতদিনের সেরা