kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

ইংরেজি লেখার কৌশল নিয়ে উইংস লার্নিং সেন্টারের ওয়েবিনার

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৮ | পড়া যাবে ১ মিনিটেইংরেজি লেখার কৌশল নিয়ে উইংস লার্নিং সেন্টারের ওয়েবিনার

উইংস লার্নিং সেন্টার আয়োজিত ওয়েবিনার সিরিজের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। 

'উইনিং উইজডম ইন রাইটিং, হোয়াট অ্যান্ড হাউ' শিরোনামের এই সেশনের আলোচনায় অংশ নেন- ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার সাইফুল ইসলাম ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার সায়মা আক্তার। ওয়েবিনারে উপস্থাপনা করেন উইংস লার্নিং সেন্টারের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আশিক সারোয়ার।

আলোচনার মূল বিষয় ছিল আইইএলটিএস’র রাইটিং মডিউল এবং লেখার ক্ষেত্রে বিভিন্ন বিবেচ্য বিষয়। সেশনে আলোচকরা দৈনন্দিন কাজে ব্যবহৃত ইমেইল, রিপোর্ট, মেমো, চিঠি লেখার নিয়ম ও শব্দচয়নের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, উইংস লার্নিং সেন্টার প্রতি মাসে দুটি করে এ ধরনের ওয়েবিনার সেশনের আয়োজন করছে। সাধারণ মানুষের চাহিদার আলোকে সেশনের বিষয় নির্ধারণ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা