kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

প্রেমের সম্পর্ক গড়তে নাম বদলেছে তালিকাভুক্ত যৌন অপরাধী

অনলাইন ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৯ | পড়া যাবে ১ মিনিটেপ্রেমের সম্পর্ক গড়তে নাম বদলেছে তালিকাভুক্ত যৌন অপরাধী

যুক্তরাজ্যে কেউ যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু সেই তালিকায় থাকার পরও নিজের নাম বদলে ফেলে একজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছেন এক ব্যক্তি। এমনকি তিনি ওই নারীর বাসায় তাঁর সন্তানের সঙ্গে বাস করছিলেন।

জানা গেছে, ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে একাকী একজন মায়ের সঙ্গে সম্পর্ক গড়েন অ্যারোন টার্নার-হোবস। জনসন পরিচয়ে সেই নারীর বাসায় থাকতেছিলেন।

নিজের ঠিকানা পরিবর্তনের ব্যাপারে পুলিশকে কিছুই জানাননি অ্যারোন। অথচ নতুন প্রেমিকার শিশুসন্তানের সঙ্গে বসবাস করছেন একজন তালিকাভুক্ত যৌন অপরাধী হয়েও।

কিন্তু গত ৬ জুলাই এক নারীকে মোবাইলের মাধ্যমে বার্তা ও ছবি পাঠিয়ে কিশোরীদের ব্যাপারে নিজের বিকৃত অনুভূতি এবং নিজের গোপনাঙ্গের ছবি পাঠালে পুলিশের কাছে অভিযোগ যায়। এরপর তিনি ধরা পড়েন।

পুলিশের জালে ধরা পড়ার ১২ দিন পর পুরো বিষয় জানতে পারেন তাঁর প্রেমিকা। তবে পরে তিনি কী সিদ্ধান্তে এসেছেন সে ব্যাপারে আর কিছু জানা যায়নি। 

সূত্র : ডেভন লাইভ।

মন্তব্যসাতদিনের সেরা