kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

এলাকার দখল রাখতে বিশাল দুই সাপের মরিয়া লড়াই! (ভিডিও)

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২০ ১৫:১৮ | পড়া যাবে ১ মিনিটেএলাকার দখল রাখতে বিশাল দুই সাপের মরিয়া লড়াই! (ভিডিও)

বিশাল দুটি সাপের লড়াইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। দুই সাপের এমন লড়াই নজর কেড়েছে নেটিজেনদের। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা শুক্রবার সকালে ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, লড়াইটা প্রথমে ছিল পানিতে। ছোট্ট একটা খাঁড়িতে একে অন্যকে পাকিয়ে নিচে ফেলতে মরিয়া লড়াই চলে দুটি সাপের। কিছুক্ষণ পরে ডাঙায় উঠে আসে সাপ দুটি। তখনো লড়াইয়ে নাছোড় দুটি সাপই। আধিপত্য বজায়ের এই লড়াই আক্ষরিক অর্থেই শিহরণ জাগানোর মতো।

ভিডিওটি আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই তা দেখেছেন পাঁচ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী। ওই সাপ দু’টিকে র‍্যাট স্নেক বলে চিহ্নিত করেছেন তিনি। ৪২ সেকেন্ডের ভিডিওটিতে একটানা লড়েই যাচ্ছে সাপ দু’টি।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ওই অফিসার জানিয়েছেন, এলাকার উপর নিজের কর্তৃত্ব বজায় রাখতেই লড়াইয়ে মেতেছে পুরুষ সাপ দু’টি। এই লড়াই দেখে নিজেদের অনুভূতি ব্যক্ত করছেন নেটিজেনরা। তবে এই সাপের লড়াই কোথায় হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

সূত্র : আনন্দবাজার।

মন্তব্যসাতদিনের সেরা