kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

হাতের তালুর ওপর চুমুক দিয়ে পানি খাচ্ছে ‘ভয়ংকর’ সাপ (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২৬ জুন, ২০২০ ১৭:০৪ | পড়া যাবে ২ মিনিটেহাতের তালুর ওপর চুমুক দিয়ে পানি খাচ্ছে ‘ভয়ংকর’ সাপ (ভিডিও)

সারা বিশ্বের চারদিকে আতঙ্ক ছড়িয়েছে মারণ ভাইরাস করোনা। আর এই একটা মহামারির কোপে দুনিয়াজুড়ে যেন হাফ ছেড়ে বেঁচেছে প্রকৃতি। সংক্রমণ এড়াতে যখন গৃহবন্দি মানুষ,তখন প্রাণভরে তাজা শ্বাস নিচ্ছে অসুস্থ পৃথিবী। আর এই নিদারুণ দুর্দিনে করোনা যেন প্রকৃতিকে শাপে বর দিয়েছি। যার ফলে প্রায় প্রতিদিনই বিষ্ময়কর নানা ঘটনার সাক্ষী থাকতে পারছেন নেটিজেনরা 

সম্প্রতি মন ভালো করার মতো একটি দারুণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দা। ওই বন কর্মকর্তার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি সুন্দর সবুজ সুতোর মতো লিকলিকে ভয়ংকর সাপ হাতের তালুর ওপর চুমুক দিয়ে পানি খাচ্ছে। সাপকে নিজের ত্রিসীমানার মধ্যে দেখলে যখন মানুষের ভয়ের শেষ থাকে না; তখন এমন ভিডিও দেখে বিষ্ময় প্রকাশ না করে আর থাকতে পারেননি নেটিজেনরা।

ভিডিওটি শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ আবার এমন সুন্দর ভিডিও দেখার পর কমেন্টের মাধ্যমে নিজেদের উৎসাহ উদ্দিপনা ব্যক্ত করেছেন। সব মিলিয়ে বলা চলে, লকডাউনের একঘেয়েমি দিনে মাঝেমধ্যে এমন ভিডিওগুলো দেখলে আপনার মন ভালো হতে বাধ্য।

দেখুন ভিডিও-

মন্তব্যসাতদিনের সেরা