kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

রাস্তায় বাঘ! রশি নিয়ে ধরতে ছুটলেন তিন জন, অতঃপর...(ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০২০ ১৬:৫২ | পড়া যাবে ১ মিনিটেরাস্তায় বাঘ! রশি নিয়ে ধরতে ছুটলেন তিন জন, অতঃপর...(ভিডিও)

শহরের ব্যস্ত রাস্তায় ছুটে চলছে গাড়ি। সেই রাস্তার ফুটপাত দিয়ে গুটিগুটি পায়ে হেঁটে চলেছে জ্যান্ত রয়েল বেঙ্গল টাইগার! আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দৃশ্যই বটে। তবে কারো উপর ঝাঁপিয়ে পড়েনি সে। কাউকে তাড়াও করেনি। আপন মনেই হেলে দুলে যাচ্ছিল।

একটু পরেই দেখা গেল বাঘটিকে ধরতে পিছন পিছন রশি নিয়ে দৌড়চ্ছেন তিন জন। তারপর বাঘের কাছে গিয়ে তাকে ঘিরে ফেললেন তারা। কিন্তু বাঘটি তাদের উপর ঝাঁপিয়ে পড়েনি। এরপর এক ব্যক্তি দড়ি ছুঁড়ে বাঁধলেন বাঘটিকে।

এ রকমই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা এরই মধ্যে দেখা হয়েছে লক্ষাধিকবার। সেই ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা।

জানা গেছে, এই ঘটনা ঘটেছে মেক্সিকোর জালিস্কোতে। আসলে বাঘটি শহরের চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে এসেছিল। সে সময় ওই রাস্তা দিয়ে যাওয়া এক বাইকআরোহী করেছিলেন সেই ভিডিও।

দেখুন সেই ভিডিও—

সূত্র- দ্য গার্ডিয়ান।

মন্তব্যসাতদিনের সেরা