kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

করোনার ভয়ে সন্তানকে বুকে নিতে না পেরে কাঁদলেন চিকিৎসক বাবা

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০২০ ১৯:৫১ | পড়া যাবে ১ মিনিটেকরোনার ভয়ে সন্তানকে বুকে নিতে না পেরে কাঁদলেন চিকিৎসক বাবা

করোনাভাইরাসের আতঙ্কে দিশেহারা মানুষ। মারণ থাবা থেকে লাখ লাখ মানুষকে বাঁচাতে দিনরাত এক করে কাজ করছেন চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশ থেকে ইতালি, যুক্তরাষ্ট্র থেকে স্পেন; সব জায়গায় ছবিটা এক। এমন পরিস্থিতিতে সৌদি আরবের চিকিত্‍সকের এক ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির চিকিত্‍সকের পোশাকে বাড়ি ফিরেছেন। তাকে দেখে দরজার অন্যদিকে এক শিশু দাঁড়িয়ে আছে। সে চিকিত্‍সক বাবাকে দেখে দৌড়ে তার কোলে উঠতে চায়। কিন্তু বাবা তাকে দূরেই আটকে দিচ্ছেন। করোনার ভয়ে সন্তানকে বুকে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন বাবা।

আসলে সৌদির ওই চিকিত্‍সক এই মুহূর্তে করোনার চিকিত্‍সা করছেন। মারণ এই রোগের সংক্রমণ এতো সহজে ছড়িয়ে পড়ে তা এখন সকলেরই জানা। তাই চিকিত্‍সক বাবা নিজের প্রাণের থেকে প্রিয় সন্তানকে বাঁচাতে তার থেকে দূরেই থামিয়ে দিচ্ছেন। কিন্তু শারীরিক ও মানসিক অসহ্য চাপে থাকা চিকিত্‍সকের কাছে সন্তানের স্পর্শ যে অসামান্য শান্তি এনে দেয় এটাও এই মুহূর্তে হচ্ছে না তাই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

দেখুন মর্মস্পর্শী সেই ভিডিও-

মন্তব্যসাতদিনের সেরা