kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

ভিডিও ক্লিপ

দোকানপাট বন্ধ; পথকুকুরদের খাওয়াচ্ছেন রকি!

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০২০ ১৫:৫০ | পড়া যাবে ১ মিনিটেদোকানপাট বন্ধ; পথকুকুরদের খাওয়াচ্ছেন রকি!

করোনাভাইরাস মোকাবিলায় ঢাকাসহ সারা দেশ লকডাউন। এ লকডাউনে প্রভাব পড়েছে পথকুকুরদের ওপরেও। কারণ শহরের হোটেল, রেস্তোরাঁ, ফুটপাতের ফাস্টফুডের দোকানগুলো গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এই হোটেল-রেস্তোরাঁ ও দোকানগুলোর খাবার খেয়েই দিন কাটে পথ কুকুরদের। ফলে সমস্যায় পড়েছে পথ কুকুরেরা। 

রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় আজ রবিবার দুপুরে দেখা যায় রকি নামের এক লোক ঘুরে ঘুরে পথের ক্ষুধার্ত কুকুরগুলোকে খাওয়াচ্ছেন। জানতে চাইলে তিনি জানান, দোকানপাট সব বন্ধ থাকায় কুকুরগুলো খাবার পাচ্ছে না, আগে চা-স্টলে বা খাবার হোটেলগুলো থেকে তারা খাবার খেতে পারতো, এখন বন্ধ থাকায় কুকুরগুলো কিছুই খেতে পারছে না। তাই আমি এ ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার খাওয়াচ্ছি।

ভিডিও করেছেন সজিব আহমেদ

মন্তব্যসাতদিনের সেরা