kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

কোয়ারেন্টিন থেকে বেরিয়ে কামড়ে দিল নগ্ন যুবক, বৃদ্ধার মৃত্যু!

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০২০ ১৯:৫৭ | পড়া যাবে ২ মিনিটেকোয়ারেন্টিন থেকে বেরিয়ে কামড়ে দিল নগ্ন যুবক, বৃদ্ধার মৃত্যু!

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে 'লকডাউন' করা হয়েছে বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চল। গৃহবন্দি হয়ে পড়েছে ৩০০ কোটিরও বেশি মানুষ। অনেকেই আইসোলেশন ও কোয়ারেন্টিনে আছেন। বিদেশফেরত মানুষদের শরীরে করোনাভাইরাসের সন্ধান না পাওয়া গেলেও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।

টানা গৃহবন্দি থাকার ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই। পরিবারের অনেক সদস্য ও প্রতিবেশীদের কটাক্ষ শিকার হতে হচ্ছে কোয়ারেন্টিনে থাকা লোকদের। এর ফলে অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় হোম কোয়ারেন্টিনে থাকা এক যুবক অবসাদগ্রস্ত হয়ে বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় বেরিয়ে পড়ে। তারপর বাড়ির বাইরে শুয়ে থাকা ৯০ বছরের এক বৃদ্ধার গলা কামড়ে ধরে। এতে ওই বৃদ্ধার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর থেনি জেলায়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে এ মর্মান্তিক ঘটনা উঠে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর থেনি জেলার বাসিন্দা ৩৪ বছরের ওই যুবক একজন কাপড়ের ব্যবসায়ী। সম্প্রতি তিনি ব্যবসার প্রয়োজনে শ্রীলঙ্কা গিয়েছিলেন। গত সপ্তাহে সেখান থেকে ফিরে আসার পরেই সরকারি নির্দেশ মেনে তাকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। এরপর টানা এক সপ্তাহ গৃহবন্দি অবস্থাতেই ছিল সে। কিন্তু, কোনভাবেই এই বন্দিদশা মানতে চাইছিল না। শুক্রবার রাতে আচমকা নিজের বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় বেরিয়ে বাইরে শুয়ে থাকা ৯০ বছরের বৃদ্ধা নাটচিয়াম্মালের গলায় সজোরে কামড়ে ধরে। অতর্কিতে হওয়া এই আক্রমণের জেরে বিকট চিৎকার করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে থেনির সরকারি হাসপাতালে পাঠান। পাশাপাশি ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হোম কোয়ারেন্টিনে থাকার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল সে। তাই এই কাণ্ড ঘটিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা