kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

পুলিশের গায়ে কফ ফেলে করোনার ভয় দেখিয়ে ধরা

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০২০ ১২:৪০ | পড়া যাবে ১ মিনিটেপুলিশের গায়ে কফ ফেলে করোনার ভয় দেখিয়ে ধরা

অস্ট্রেলিয়ায় এক তরুণ মজার ছলে পুলিশের একজন নারী সদস্যের গায়ে কফ ফেলেন। এরপর দাবি করেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই সময় তরুণের আরেক বন্ধু সেই দৃশ্য ধারণ করছিল।

জানা গেছে, হারবার পুলিশ স্টেশনে গতকাল ২টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটেছে। ৭১ বছর বয়সী নারীর গায়ে কফ ফেলার জেরে ওই তরুণকে আটকে রাখে পুলিশ।  পরে ২১ বছর বয়সী তরুণের করোনা পরীক্ষা করানো হয়।

তবে ওই তরুণ করোনা আক্রান্ত নয় বলে জানা গেছে। কিন্তু ততক্ষণে পুলিশ স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। প্রাঙ্ক ভিডিও বানানোর জন্য এ ধরনের কান্ড ঘটিয়েছে ওই তরুণ। শর্ত
সাপেক্ষে ওই তরুণকে জামিন দেওয়া হয়েছে। তবে ৬ মে তাকে আদালতে হাজির হতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা