kalerkantho

সোমবার  । ১৬ চৈত্র ১৪২৬। ৩০ মার্চ ২০২০। ৪ শাবান ১৪৪১

বাজি ধরে এক বছরের পুরনো মাংস খেলেন তিনি!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২১:১৭ | পড়া যাবে ১ মিনিটে



বাজি ধরে এক বছরের পুরনো মাংস খেলেন তিনি!

যুক্তরাজ্যের সাউথ ইয়র্কশায়ারের এক ব্যক্তি বাজি ধরে এক বছরের পুরনো মাংস খেয়েছেন। এর আগে তিনি ম্যাকডোনাল্ডস থেকে ওই মাংসের খাবার কিনে আনেন। পরে তার বন্ধুর বাগানের মাটির নিচে গর্ত করে রেখে দেন।

সাউথ ইয়র্কশায়ারের বাসিন্দা ৪০ বছর বয়সী ম্যাট নাদিন ম্যাকডোনাল্ডসের ৩৬৫ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করে খাবার কিনে আনেন। ২০১৮ সালের নভেম্বর মাসে খাবার কিনে এনে তার বন্ধু অ্যান্ডি থমাসের বাগানের নিচে পুঁতে রাখেন। তারপর ১৪ মাস পর ওই খাবারটি খেয়ে নেন।

ম্যাট নাদিন বলেন, খাবারের মধ্যে চিপসগুলো ভয়ঙ্কর ছিল। কিন্তু বার্গার খুব খারাপ ছিল না। তবে মাংসাগুলো ছিলে খুব শক্ত। আর দুধের শরবতটি ছিল হাল্কা ঠান্ডা। তিনি বলেন, আমি আমার জীবনে বেশ কিছু অদ্ভুত জিনিস খেয়েছি। আমার মনে আছে, এমন কিছু দেখেছি যেখানে কয়েক বছর ধরে কেউ ম্যাকডোনাল্ডসের খাবার সংরক্ষণ করে রাখে। তাই আমি এটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলাম। তারপর খাওয়ার সিদ্ধান্ত নেই।

মন্তব্য



সাতদিনের সেরা