kalerkantho

শনিবার । ৯ ফাল্গুন ১৪২৬ । ২২ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জমাদিউস সানি ১৪৪১

কুকুরের সঙ্গে সেলফি, অতঃপর মুখে ৪০ সেলাই

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০২০ ১৬:৫৯ | পড়া যাবে ১ মিনিটেকুকুরের সঙ্গে সেলফি, অতঃপর মুখে ৪০ সেলাই

জার্মান শেফার্ডের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপদে পড়েছেন আর্জেন্টিনার এক তরুণী। সেলফি তুলার সময় সেই কুকুর কামড়ে তরুণীর মুখ ছিঁড়ে দেয়, সাথে সাথে সেখানে রক্তবন্যা শুরু হয়। ক্ষত এতটাই গভীর যে মুখে ৪০টি সেলাই পড়েছে।

মিররের এক খবরে বলা হয়, ১৭ বছরের ওই তরুণীর পোষ্য জার্মান শেফার্ডটির নাম অ্যালসিসিয়ান। ওই কুকুরটির সঙ্গেই সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। লওরা স্যানসোন নামের ওই তরুণী যখন সেলফি তুলতে যান তখন কুকুরটি তার মুখে কামড় বসিয়ে দেয়। এ ঘটনারই শুরু হয় ‘রক্তবন্যা’। ওই সময় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ৪০টি সেলাই দেয়া হয়। ওই ছবি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে। তবে কুকুরটি কেন এমন আচরণ করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

লওরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলে, ‘আমি জানি না এটি কেন এমন করেছে। মনে হচ্ছে কুকুরটিকে জড়িয়ে ধরার কারণে ভয় পেয়েছিল।’ লওরা চিকিৎসা নিয়ে সুস্থ্য আছে। তবে খাওয়া-দাওয়া করতে একটু সমস্যা হচ্ছে বলে জানায় লওরা।

 

মন্তব্যসাতদিনের সেরা