kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

হ্রদে আছড়ে পড়ল মেঘের সুনামি

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৯ ২১:১১ | পড়া যাবে ১ মিনিটেহ্রদে আছড়ে পড়ল মেঘের সুনামি

ক্যামেরায় ধরা পড়া অনেক ছবি, ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে। মেঘের এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেট দুনিয়ায়। সেটিয়াওনা নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। 

সেখানে দেখা যায়, বিশাল হ্রদের উপর উঁচু ঢেউয়ের মতো কিছু যেন আছড়ে পড়ছে। একটু পরই বোঝা যাচ্ছে এটি মেঘরাশি। যা ওই হ্রদের উপর দিয়ে উড়ে যাচ্ছে।

মাঝখানে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, যাতে লেকটির উপর দিয়ে মেঘের উড়ে যাওয়ার পুরো দৃশ্যটি দেখানো যায় কম সময়ের মধ্যে। আসলে মেঘরাশি হ্রদে আছড়ে পড়ছে না। সেটি হ্রদের পানির খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। কিন্তু প্রথম ঝলকে দেখলে মনে হবে হ্রদের পানিতে তা আছড়ে পড়ছে সুনামির মতো।

ভিডিওটি যুক্তরাষ্ট্রের মিশিগান লেকের বলে উল্লেখ করা হয়েছে ফেসবুক পোস্টে। গত বুধবার পোস্ট হওয়া ভিডিওটি এরই মধ্যে কয়েক লাখ মানুষ দেখেছেন। শেয়ার করা হয়েছে কয়েক হাজার বার।

মন্তব্যসাতদিনের সেরা