kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

পাহাড়ের সরু চূড়ায় এভাবে হাঁটতে চান? (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৪ | পড়া যাবে ১ মিনিটেপাহাড়ের সরু চূড়ায় এভাবে হাঁটতে চান? (ভিডিও)

পাহাড়ে ওঠার অনেক ভিডিও সামনে আসে সামাজিক যোগাযোগের মাধ্যমের বদৌলতে। কিন্তু পাহাড়ের চূড়ায় এমন অপ্রশস্ত পথে হেঁটে যাওয়ার ভিডিও আগে দেখেছেন? ‘নেচার ইজ লিট’ নামে একটি টুইটার হ্যান্ডলে ৫৯ সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়েছে। 

সেই ভিডিওতে দেখা যায়, একটি পা ঠিকভাবে রাখা যাবে না, এমন একটি পাহাড়ের চূড়ায় উঠে গেছেন দুই পর্বতারোহী। আর সেখানে সতর্কভাবে এগিয়ে যাচ্ছেন তারা। দুই পর্বতারোহী যে বেশ উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত, তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে।

ভিডিওটি এক পর্বতারোহীর হেলমেটে লাগানো ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে পাহাড়ে চড়ার ঘটনা ছাড়াও দেখার মতো আরেকটি বিষয় রয়েছে। সরু এই পর্বত চূড়ায় দু'দিকের আবহওয়াও দু’রকম। 

একদিকে যখন গভীর খাদের নীচ পর্যন্ত দেখা যাচ্ছে, অন্যদিকে তখন ঘন মেঘে ঢেকে রয়েছে। বেশি দূর দেখাও যাচ্ছে না। জানা গেছে, ভিডিওটি ৩ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় এক কোটি বার দেখা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা