kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

জন্ম থেকেই ব্যাটম্যানের বেশে

কালের কণ্ঠ অনলাইন   

৩ ডিসেম্বর, ২০১৯ ২১:৫৬ | পড়া যাবে ১ মিনিটেজন্ম থেকেই ব্যাটম্যানের বেশে

ছোটবেলায় বেশিরভাগ শিশু কোনো না কোনো সুপারহিরো হতে চায়। সে অনুসারে বিভিন্ন ধরনের মুখোশ ও পোশাক পরে সুপারহিরোর বেশ ধারণ করে। তবে এক শিশু জন্ম থেকেই সুপারহিরোর তকমা পেয়ে গেছে।

শিশুটির মুখে জন্মদাগের কারণে তাকে ব্যাটম্যানের মতো লাগছে বলে মনে করছেন নেটিজেনরা। ভাইরাল হয়ে গেছে শিশুটির বেশ কিছু ছবি। তবে ওই শিশুর পরিবার তার চিকিত্সা চালিয়ে যাচ্ছে। চিকিৎসকদের দাবি, শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে শিশুটি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ক্যারল ফেন-এর মেয়ে লুনা। জন্ম থেকেই তার মুখের বেশ কিছু অংশে কালো দাগ রয়েছে। তাকে দেখলে মনে হবে, যেন ব্যাটম্যানের মতো মুখোশ পরে আছে সে। লুনার এমন বেশ কিছু ছবি আপলোড করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেইসব ছবি দেখে নেটিজেনরা তাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছে।

নেটিজেনদের এতো ভালোবাসা পেলেও লুনার পরিবার সেই কালো দাগ দূর করার চেষ্টা করছে। সে কারণে চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র থেকে তারা পৌঁছে গেছেন রাশিয়ার ক্রাসনোদার-এ। সেখানেই এখন চিকিত্সা চলছে লুনার।

মন্তব্যসাতদিনের সেরা