kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

মহাকাশে কী এটা?

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৯ ২২:০১ | পড়া যাবে ১ মিনিটেমহাকাশে কী এটা?

কখনো এলিয়েন আবার কখনো আগুনের গোলার মতো গ্রহাণু। একেক সময় গবেষণায় উঠে আসে একেক রকমের গ্রহাণুর ছবি। বছর দুয়েক আগে বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে এক অবিশ্বাস্য গ্রহাণুর চিত্র। যা দেখে ঘাবড়ে গেছেন বিজ্ঞানীরাও। একেবারে মানুষের মাথার খুলির মতো দেখতে সেই গ্রহাণু।

ওই গ্রহাণুটি সাতশ মিটার চওড়া। তবে, এই প্রথম নয়। ২০১৫ সালের হ্যালোইনের সময় প্রথম দেখা যায় ওই গ্রহাণুটি। পৃথিবীর কক্ষপথ থেকে এক লাখ ২৫ হাজার কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল এই খুলির মতো দেখতে গ্রহাণুটি।

২০১৫ সালের পর আবার ২০১৮ সালের নভেম্বরে সেই দৃশ্য দেখা যেতে চলেছে। পৃথিবীর সঙ্গে চাদের যে দূরত্ব। সেই দূরত্বেই অবস্থান করবে গ্রহাণুটি। মহাকাশচারীরা বলছেন, গ্রহাণুটি তার কক্ষপথে ২.৯৪ ঘণ্টায় ঘুর্ণন সম্পন্ন করে।
 
বিজ্ঞানীরা বলছেন, প্যান-স্টারস টেলিস্কোপে চোখ রাখতেই এই খুলির মতো দেখতে গ্রহাণুটি ধরা পড়েছে। বিশেষ গ্রহাণুটির নাম টিবি১৪৫। তবে, আগের বারের চেয়ে এটি পৃথিবীর কক্ষপথের অনেক কাছাকাছি আসতে চলেছে। গ্রহাণুটি একেবারে গাঢ় ছাই রংয়ের মতো দেখতে।

মন্তব্যসাতদিনের সেরা