kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

বিমানবন্দরে দেখা, বিমানে বিদেশিনিকে বিয়ে

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৯ ১৯:২৫ | পড়া যাবে ১ মিনিটেবিমানবন্দরে দেখা, বিমানে বিদেশিনিকে বিয়ে

অনলাইনে আলাপ দু’দেশের বাসিন্দার মধ্যে। দু’জনেই এয়ারপোর্ট গেমের পোকা। ২০১১ সালে এই গেমের সূত্র ধরেই অস্ট্রেলিয়ার ডেভিড ভালিয়েন্ট এবং নিউজিল্যান্ডের ক্যাথির প্রেম। ২০১৩ সালে সিডনি এয়ারপোর্টে তাদের দেখা।

প্রথম দেখায় প্রেমে হাবুডুবু খেয়ে একে অপরকে বলে ফেলেন ভালোবাসি। তারপর দু’জনে ঠিক করেন, তাদের প্রেম যখন বিমানকে ঘিরে, তাহলে বিয়েটাও হোক মাঝ আকাশে! এর পরই জেটস্টার বিমানের ফেসবুকে তারা বিমানে বিয়ের অনুমতি পাওয়ার অনুরোধ জানান।

ভাগ্যক্রমে অনুমতিও মেলে। তার পরই ৩৪ হাজার ফুট উঁচুতে করে সিডনি থেকে অকল্যান্ডে যাওয়ার পথে তাসখন্দ নদীর উপর মিসেস ডেভিড ভালিয়েন্ট হয়ে গেলেন ক্যাথি। বৃহস্পতিবার, সে কথা ফেসবুকে জানান তারা।

এরই মধ্যে ভিডিওর ভিউয়ার্স ৬৭ হাজার। শতাধিক মন্তব্যে শুভেচ্ছা পেয়েছেন দম্পতি। অনেকেই বলেছেন, একেই বলে ভালোবাসা।

মন্তব্যসাতদিনের সেরা