kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

বিশাল সাপকে ‌'দড়ি' বানিয়ে খেলছে তিন শিশু (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৯ ১৭:৪৯ | পড়া যাবে ১ মিনিটেবিশাল সাপকে ‌'দড়ি' বানিয়ে খেলছে তিন শিশু (ভিডিও)

বিশাল সাপ নিয়ে খেলছে একদল শিশু। সাপটিকে লাফদড়ির মতো করে নিয়ে খেলছে তারা। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভিয়েতনামে ধারণ করা সেই ভিডিও চমকে দেওয়ার মতো। 

তাতে দেখা যায়, একদল শিশু সাপটিকে নিয়ে খেলা করছে। দুই শিশু প্রায় ছয় ফুট লম্বা সাপটিকে দুই প্রান্তে ধরেছে। সেটিকে গোল গোল করে দোলাচ্ছে। আর তার উপর দিয়ে লাফাচ্ছে আরেক শিশু। আশেপাশে আরো কয়েকজন শিশু দাঁড়িয়ে দেখছে সেই খেলা।

দেখা না গেলেও ভিডিওতে অনেকের কথা শোনা যায়। হতে পারে তাদের মধ্যেই কেউ ভিডিওটি ধারণ করেছেন। পেছন থেকে তাদের মধ্যে কেউ একজন শিশুদের এই খেলায় উত্সাহ দিচ্ছিলেন।

ভিয়েতনামে প্রায় ৩৭ রকমের বিষধর সাপ পাওয়া যায়। এই সাপটি তার মধ্যে একটি কিনা জানা যায়নি। গত ১৫ নভেম্বর ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটি ভিয়েতনামের কোথায়, কবে রেকর্ড করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে, সাপটি জ্যান্ত ছিল না।

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা