kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

মা বাড়ির বাইরে, 'ব্রেস্টফিড' করিয়ে সন্তানের কান্না থামালেন বাবা

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৯ ১৫:৪৯ | পড়া যাবে ২ মিনিটেমা বাড়ির বাইরে, 'ব্রেস্টফিড' করিয়ে সন্তানের কান্না থামালেন বাবা

গতকাল ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস। আর এই দিনই সামনে আসল এক মিষ্টি ভিডিও। সেখানে দেখা যায়, ছোট্ট শিশুকে ব্রেস্টফিড করাচ্ছেন এক পুরুষ। অবাক হওয়ার কিছু নেই। পুরুষরাও এমন কাজ করতে পারে! ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। 

এই ভিডিওর পেছনে কিন্তু মজার একটি গল্পও রয়েছে। জানা যায়, শিশুটির মা তার কাছে ছিল না। এদিকে, খিদের জ্বালায় শিশুটি চিৎ‌কার করছে। তাকে কিছুতেই সামাল দিতে পারছিলেন না তার বাবা। তিনি বোতলে করে দুধ খাওয়ানোর চেষ্টা করলেও তাতে অভ্যস্ত না-হওয়ায় শিশুটি বোতল মুখেই তুলছিল না। নিরুপায় হয়ে সন্তানের জন্য অভিনব উপায় অবলম্বন করেন বাবা!

প্রথমে তিনি দুধের বোতলটি নিজের টি-শার্টের ভেতরে ঢুকিয়ে নেন। এরপর টি-শার্টে একটি ছিদ্র করে তার মধ্যে দিয়ে বের করা বোতলে খাওয়াতে শুরু করেন শিশুকে। শিশুও মাতৃস্তন্য ভেবে দিব্যি খেয়ে নেয়। অভিনব উপায়ে শিশুকে খাওয়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, কন্যাটির মা বাইরে গিয়েছিলেন। আর বোতলে দুধ খাচ্ছিল না শিশুটি। তাই আমার মাথায় একটি বুদ্ধি এল। আর এটা খুবই মজার।

মন্তব্যসাতদিনের সেরা