kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

আস্ত পাইথন গিলে বিপাকে ১২ ফুটের কোবরা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৯ ২১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেআস্ত পাইথন গিলে বিপাকে ১২ ফুটের কোবরা

পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলোর অন্যতম পাইথন ও কোবরা। পাইথন নিজের শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শত্রুকে। তার পর আস্ত গিলে খায়। আর কোবরার বিষাক্ত ছোবল কারো প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

তবে এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন কেমন হয় তাদের লড়াই? সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, ১২ ফুটের একটি কোবরা গিলে খেয়েছে আস্ত পাইথনকে। শুধু পাইথনের লেজের অংশ বেরিয়ে আছে কোবরার মুখের বাইরে। এই উল্টো পুরাণই অবাক করেছে নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মিনদানাও দ্বীপে। পাইথনকে গিলে খাওয়ার এই ঘটনা দেখে রীতি মতো বিস্মিত সেখানকার মানুষজন। সেখানকার এক বাসিন্দা বলেছেন, আমাদের এই এলাকায় প্রচুর সাপ রয়েছে। কোবরার কামড়ে আমাদের অনেক মানুষের প্রাণ যায়। কিন্তু আমরা এই প্রথম দেখলাম কোবরা গিলে খেল পাইথনকে।

তবে বিষধর কোবরাকে দেখে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। তখন তার পেট থেকে পাওয়া যায় আস্ত পাইথন। 

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা