kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

বিশাল কুমিরের মুখ থেকে বোনকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে কিশোর

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৯ ২১:৫৪ | পড়া যাবে ২ মিনিটেবিশাল কুমিরের মুখ থেকে বোনকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে কিশোর

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশে নায়কের সম্মান পাচ্ছে ১৫ বছরের এক কিশোর। ১৪ ফুট লম্বা কুমিরের আক্রমণ থেকে নিজের বোনকে বাঁচিয়েছে ওই কিশোর। ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। ভাই হাসিমের সঙ্গে স্থানীয় একটি সেতু দিয়ে যাচ্ছিল হাইনা লিসা জোস হাবি (‌১২)‌। 

ভাইয়ের পেছন পেছন হাঁটছিল বোন। আচমকা সেতুর ভাঙা অংশ থেকে পিছলে যায় হাইনা। তখন ১৪ ফুট লম্বা কুমির হাইনার পা কামড়ে ধরে। ভয় ও যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে বোন। ঘটনাটি দেখে চুপ করে থাকতে পারেনি ভাই হাসিম। 

বোন হাইনা জানিয়েছে, কুমিরটা আমার থেকেও বড় ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কুমিরের মুখ ও দাঁত দেখে কেঁদে উঠেছিলাম।

হাসিম জানিয়েছে, সেতুর উপর দিয়ে আমি আগে যাচ্ছিলাম। পেছনে ফিরে দেখি, বোন সেতু থেকে নিচে পড়ে গেছে। তারপরই কুমিরটিকে দেখতে পাই। আমার বোন সেতুর উপর ঝুলছিল। আর কুমিরটি বোনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তৎক্ষণাৎ আমি ঝাঁপিয়ে বোনকে সেতুর উপর তুলে নিয়ে আসি। কুমিরটিকে ক্রমাগত পাথর ছুঁড়ে মারছিলাম। এর পরেই কুমিরটি পালিয়ে যায়।
 
ঘটনার পর ওই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন সে অনেকটাই সুস্থ আছে। জানা গেছে, ফিলিপাইনের ওই অঞ্চলে কুমিরের উৎপাত রয়েছে। স্থানীয়রা সে কারণে নদী সংক্রান্ত এলাকা দিয়ে সাবধানে যাতায়াত করেন।

মন্তব্যসাতদিনের সেরা