kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

বাস থেকে ফেলে দেওয়া হলো ‘শিশু’কে (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৯ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেবাস থেকে ফেলে দেওয়া হলো ‘শিশু’কে (ভিডিও)

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বাস থেকে টেনেহিঁচড়ে এক ‌'শিশু'কে ফেলা দেওয়া হচ্ছে। প্রায় ১ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। তাতে দেখা যায়, বাস থেকে একটা খেলনা ফেলে দেন বাসের চালক। 

তারপর এক ‘বাচ্চা’কে টেনেহিঁচড়ে নামিয়ে দিলেন বাস থেকে। বাচ্চাটির গায়ে জ্যাকেট, মুখ ঢাকা। বাচ্চাকে বাস থেকে নামিয়ে দেওয়ার জন্য এক নারী প্রতিবাদ করছেন। অন্য পথচারীরাও জমায়েত হয়ে গেছে সেখানে। সবাই দেখছেন, কিন্তু কেউ কিছু বলছেন না।

এ ঘটনা বুধবার ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামাইকা অ্যাভিনিউতে। ‘বাচ্চা’টিকে বের করে দেওয়ায় পথচারীরাও বিচলিত। কিন্তু মুখের ঢাকা সরাতেই দেখা গেল, বাস থেকে বের করে দেওয়া ব্যক্তি শিশু নন। তিনি একজন পূর্ণ বয়স্ক। কিন্তু ডোয়ার্ফিজমে আক্রান্ত।

আসলে এ ঘটনা সত্যি সত্যিই ঘটেনি। যুক্তরাষ্ট্রের এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই বাস চালক প্রাঙ্কস্টার ও কমেডিয়ান ড্যানিয়েল জিন। একটি প্রাঙ্ক ভিডিও বানানোর জন্যই এই কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে।

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা