kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

‘তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের শতবর্ষ উদযাপন কমিটি’র আলোচনা সভা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৯ ১৩:২০ | পড়া যাবে ২ মিনিটে‘তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের শতবর্ষ উদযাপন কমিটি’র আলোচনা সভা

‘তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক’ এর অবদানসমূহ তুলে ধরে রাজধানীর তোপখানা রোডস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে এ সভার আয়োজন করে ‘তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের শতবর্ষ উদযাপন কমিটি’। এ অনুষ্ঠানে বিভিন্ন বামপন্থী সংগঠন এবং প্রগতিশীল ব্যক্তিরা সমবেত হন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক কমরেড হাসান ফকরী। সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনীক।    

কমিউনিস্ট 'আন্তর্জাতিক' সংগীত গাওয়ার মধ্য দিয়ে আলোচনা সভাটি শুরু হয়। উপস্থিত সবাই দাঁড়িয়ে আন্তর্জাতিক সংগীতে কণ্ঠ মেলান। আলোচনা সভায় বক্তব্য রাখেন খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, প্রগতিশীল লেখক ও মঙ্গলধ্বনি পত্রিকার সম্পাদক শাহেরীন আরাফাত, জ্বালানি গবেষক বি ডি রহতউল্লাহ, বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্য,মার্ক্সবাদী লেখক অনুপ সাদি, মার্ক্সবাদী চিন্তক শাহজাহান সরকার, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সাঈদ বিলাস এবং আশিক আকবর। 

বক্তারা তৃতীয় আন্তর্জাতিক বিলুপ্ত হওয়ার কারণ নিয়ে ইতিহাস বিচারে বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে আজকের যুগে কমিউনিস্ট আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য চতুর্থ আন্তর্জাতিক গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। বিশ্বব্যাপী কমিউনিস্টদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদও তুলে ধরেন বক্তারা।  

মন্তব্যসাতদিনের সেরা