kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

২৫ ধরনের বিপদের ফাঁদে মানুষ

বিশেষ প্রতিনিধি    

১৪ নভেম্বর, ২০১৯ ০৯:১৮ | পড়া যাবে ২ মিনিটে২৫ ধরনের বিপদের ফাঁদে মানুষ

দেশের মানুষ সচরাচর ২৫ ধরনের আকস্মিক সমস্যা বা বিপদে পড়ে থাকেন বলে উঠে এসেছে এই জরিপ অনুসন্ধানে।

এর মধ্যে সবচেয়ে বেশি—১২.৪ শতাংশ মানুষ বিপদে পড়েন প্রতারণার শিকার হয়ে। এর পরই ১০.৭% বিপদে পড়েন সম্পত্তি দখল-বেদখলের ঘটনায়। এরপর যথাক্রমে ১০.১% হয়রানিমূলক মামলায়; ১০.১% আর্থিক ক্ষতিতে, ৭.৯% হামলায়, ৬.৮% মারাত্মক অসুস্থতায়, ৫.৬% সড়ক দুর্ঘটনায়, ৪.৮% পুলিশি হয়রানিতে, ৩.৫% ছিনতাইয়ের শিকার হয়ে বিপদগ্রস্ত হওয়ার কথা বলেছেন।

এ ছাড়া ৩.৩% ব্যক্তিস্বাধীনতা বিঘ্নিত হওয়ায়; ২.৭% রাজনৈতিক দুর্বৃত্তপনার কারণে; ৩.৭% অপদস্থ হয়ে; ২.৩% ইভ টিজিং-যৌন হয়রানিতে; ১.৯% চিকিৎসার নামে প্রতারণার শিকার হয়ে; ১.৭% অগ্নিকাণ্ডে; ১.৭% চুরি-ডাকাতির কারণে; ১.৭% মোবাইল ফোনে হুমকি-প্রতারণায়; ১.৭% চাঁদাবাজির কারণে; ১.৪% ফুটপাতে/বাসে প্রতারকচক্র/মলম পার্টি/অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে; ১.২% প্রাকৃতিক দুর্যোগে পড়ে; ১.২% পণ্য ক্রয়ে প্রতারণার শিকার হয়ে; ১.২% পরিবারের সদস্যের মাদকাসক্তির কারণে; ০.৮% ধর্ষণের শিকার হয়ে; ১% অপহরণ/গুম এবং ০.৬ শতাংশ নিকটজন খুন হওয়ায় বিপদে পড়ার তথ্য জানিয়েছেন। 

জরিপে সংগৃহীত তথ্যে বিপদ বা সমস্যার ক্ষেত্রে শহর ও গ্রামে রকমফের লক্ষ করা গেছে। শহরের ক্ষেত্রে সম্পত্তি দখল, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, রাজনৈতিক দুর্বৃত্তপনা ইত্যাদি অপরাধের কারণে মানুষের বেশি বিপদগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গ্রামের ক্ষেত্রে হামলা-মামলা-প্রতারণা, সম্পত্তি দখল—এ ধরনের অপরাধেই মানুষ বেশি ভুক্তভোগী হন।

মন্তব্যসাতদিনের সেরা