kalerkantho

শনিবার । ২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৫ রবিউল আউয়াল ১৪৪১     

সমুদ্র সৈকতে হাজার হাজার বরফের ডিম

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ১৭:৫১ | পড়া যাবে ২ মিনিটেসমুদ্র সৈকতে হাজার হাজার বরফের ডিম

বিভিন্ন আকারের হাজার হাজার ডিম পড়ে আছে ফিনল্যান্ডের সমুদ্র সৈকতে। বরফের ডিমের বিরল ছবি তুলে এখন ব্যাপক জনপ্রিয় আলোকচিত্রী রিস্টো মাট্টিলা। তার তোলা ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আর বিজ্ঞানীদের কাছে হাতের চাঁদ পাওয়ার মতো ঘটনা ঘটে গেছে। রিস্টো জানান, গত রবিবার স্ত্রীকে নিয়ে তিনি হাইলুওটো আইল্যান্ডের মার্জানিয়েমি বিচে হাঁটছিলেন। সেখানেই ৩০ মিটার জুড়ে শুধু বরফের ডিম পড়ে থাকতে দেখেন। 

তিনি আরো বলেন, সমুদ্র সৈকতে অসংখ্য ডিম পড়ে আছে। যেগুলো আসলে বরফের। তার মধ্যে কিছু ডিম বেশ বড় সাইজের, সেগুলো প্রায় একেকটি ফুটবল বলের মাপের হতে পারে। এমন দৃশ্য কখনো দেখিনি। অসাধারণ ছবি।

আইস স্পেশালিস্ট জুনি ভাইনি জানান, এমন বরফের ডিম হওয়ার পেছনে রয়েছে কয়েকটি কারণ। তবে এই ডিমাকৃতি বরফ এক দিনে হয়নি বা এক বছরের আবহাওয়ার জন্য নয়। সঠিক ঠান্ডা, সঠিক জলীয় বাস্প, বালিকণা, পানির সঠিক তাপমাত্রা, ধীর গতিতে বয়ে চলা বাতাসের কারণে এমন অবস্থা হওয়া স্বাভাবিক। 

তিনি আরো বলেন, তবে এটি সত্যিই বিরল ঘটনা। ফটোগ্রাফারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা