kalerkantho

শনিবার । ২৩ নভেম্বর ২০১৯। ৮ অগ্রহায়ণ ১৪২৬। ২৫ রবিউল আউয়াল ১৪৪১     

ঘোড়া যখন ট্রেনের যাত্রী

কালের কণ্ঠ অনলাইন   

৭ নভেম্বর, ২০১৯ ১৭:১৪ | পড়া যাবে ১ মিনিটেঘোড়া যখন ট্রেনের যাত্রী

সব নিয়ম মেনেই ট্রেনে উঠেছিল ছোট্ট একটি ঘোড়া। স্টেশনের নিরাপত্তা কর্মীরাও তাকে ট্রেনে উঠতে বাধা দেয়নি সে কারণে। ওই ট্রেনে সফররত অন্য যাত্রীরাও তা নিয়ে আপত্তি করেননি। তারা ট্রেনের মধ্যে ঘোড়াটির ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছোট্ট ঘোড়াটির ট্রেনে সফররত ছবিগুলো থেকে দেখা যায়, অন্য যাত্রীদের মধ্যেই দাঁড়িয়ে আছে সে। আর যাত্রীরা তার ছবি তুলছেন।

জানা গেছে, ঘোড়ার মালিক ক্যালিফ‌োর্নিয়ার অকল্যান্ড থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন। তিনি রকব্রিজ স্টেশনে ঘোড়াটিকে নিয়ে পৌঁছান। নিরাপত্তা কর্মীরা তাকে আটকালে তাদের কাগজপত্র দেখিয়ে বলেন, এটি একটি সার্ভিস অ্যানিমেল। 

তার সঙ্গে কথা বলে ও কাগজপত্র দেখার পর নিরাপত্তা কর্মীরা আইনজীবীদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে সবুজ সঙ্গেত আসার পর ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয় ঘোড়া নিয়ে।

অনেক অন্ধ ব্যক্তি কুকুরের বদলে গাইড হিসেবে এমন ছোট ঘোড়া ব্যবহার করেন। এই ঘোড়াটিও তেমনই সার্ভিস অ্যানিমেল। তবে ওই ব্যক্তি দৃষ্টিহীন কিনা বা তিনি অন্য কারো জন্য সেটি নিয়ে যাচ্ছিলেন কিনা, সেটা জানা যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা