kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

পর্যটকদের গাড়ির উপর বসে পড়ল হাতি, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

৬ নভেম্বর, ২০১৯ ১৮:১৫ | পড়া যাবে ১ মিনিটেপর্যটকদের গাড়ির উপর বসে পড়ল হাতি, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও

থাইল্যান্ডের ন্যাশনাল পার্কের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, জঙ্গলের রাস্তায় একটি হাতি পর্যটক বোঝাই গাড়ির ওপর বসে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

জানা ছেছে হাতিটির নাম দিউয়া। থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে প্রথমে পর্যটকদের গাড়িটির পথ আটকায় সে। তারপর সামনের দুই পা তুলে দিয়ে গাড়ির ওপর বসে পড়ার চেষ্টা করে ৩৫ বছরের হাতিটি। 

একটু ফাঁক পেতেই গাড়ি চালিয়ে তাড়াতাড়ি সরে পড়েন চালক। থানারাত রোডের ওপর এ ঘটনায় গাড়ির যাত্রীরা কেউ আহত না হলেও গাড়িটির গুরুতর ক্ষতি হয়েছে। 

গাড়ির ভেতরে ঠিক কতজন ছিলেন ওই সময়, তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে গাড়ির যাত্রী ফাসাকর্ন নিলতারাচ হাতিটির গাড়ির ওপর বসার বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন।

দেখুন রুদ্ধশ্বাস সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা