kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

নারী সহকর্মীকে নিয়ে সিনেমা হলে, স্ত্রী-শ্যালিকার মারে কাহিল

কালের কণ্ঠ অনলাইন   

৪ নভেম্বর, ২০১৯ ২১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেনারী সহকর্মীকে নিয়ে সিনেমা হলে, স্ত্রী-শ্যালিকার মারে কাহিল

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর নামক অঞ্চলের এক বাসিন্দা অফিসের নারী সহকর্মীকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। গোপনেই হয়েছিল সব পরিকল্পনা। বাড়িতে কিছু না জানিয়েই হয়েছিল সব ব্যবস্থা। কিন্তু কোনোভাবে টের পেয়েছিলেন তার স্ত্রী। স্বামীর সঙ্গে অন্য নারীর ভাব টের পেয়ে স্ত্রীও ছিলেন সতর্ক।

পরে রবিবার দুপুরে যেই স্বামী বের হলেন বাড়ি থেকে, স্ত্রী হলেন সজাগ। তারপর নিজের বোনকে নিয়ে হাজির হলেন সিনেমা হলে। সেখানেই ছিল স্বামী ও তার সঙ্গীর ডেট। সিনেমা দেখতে ঢুকতে যাবেন ব্যাস, তখনও ঘটল বিপত্তি। নারী সহকর্মীকে বেদম মার স্ত্রী ও শ্যালিকার। সঙ্গে স্বামীকে ধরে মারলেন স্ত্রী।

এরপরই সিনেমা হলের সামনে তিন নারীর রীতিমত চুলোচুলি শুরু। এই দেখেই লোকজন জড়ো হয়ে যায় এলাকায়। উৎসুক জনতা ভিডিও করতে শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্যসাতদিনের সেরা