kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে খেলনা নিয়ে আসেন এই অধ্যাপক, কিন্তু কেন?

কালের কণ্ঠ অনলাইন   

৪ নভেম্বর, ২০১৯ ২১:২২ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে খেলনা নিয়ে আসেন এই অধ্যাপক, কিন্তু কেন?

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর কুইয়েন ডি। তিনি ক্লাসে সব সময় নিজের ব্যাগে করে নিয়ে আসেন ছোট ছোট খেলনা। ব্যাগ থেকে খেলনাগুলো বের করে ছাত্র-ছাত্রীদের দেখিয়ে দেখিয়ে টেবিলে রাখেন তিনি। এরপর সবার মাঝে বিতরণ করে দেন। সম্প্রতি আট সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অ্যামি নামের এক টুইটার ব্যবহারকারী গত ১ নভেম্বর ভিডিওটি শেয়ার করেছেন। সেই ভিডিও এখন পর্যন্ত দেখেছেন প্রায় ৭৩ লাখ ব্যবহারকারী। এ ছাড়াও প্রায় সাত লাখ লাইকের পাশাপাশি ভিডিওটি রিটুইট করেছেন প্রায় এক লাখ ৪০ হাজার ব্যবহারকারী। সেই ভিডিও পোস্ট করে অ্যামি লিখেছেন, আমাদের কঠোর পরিশ্রমের মূল্য দিতেই প্রতি সপ্তাহে এগুলো নিয়ে আসেন প্রফেসর।

অ্যামির পোস্টে করা বিভিন্ন কমেন্ট থেকে জানা গিয়েছে, ওই অধ্যাপকের নাম কুইয়েন ডি। অ্যামি ভিডিওটি পোস্ট করার পর আবেগতাড়িত হয়ে পড়েছেন কুইয়েনের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও। তারাও প্রফেসরের কাছ থেকে খেলনা উপহার পেয়ে কতটা আবেগতাড়িত হয়েছিলেন, সে কথা শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে।

মন্তব্যসাতদিনের সেরা