kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

পয়সার গাছ দেখেছেন?

কালের কণ্ঠ অনলাইন   

৩ নভেম্বর, ২০১৯ ২২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেপয়সার গাছ দেখেছেন?

টাকা চাইলে অনেকেই বলেন, আমি কি টাকার গাছ নাকি কিংবা আমার কি টাকার গাছ আছে? কেউই যদিও কোনোদিন দেখেনি টাকার গাছ। সেটা অবশ্য দেখার কথাও নয়।

তবে সেই প্রবাদও এবার নাকি সত্য হয়ে গেছে। এমনই এক গাছের ছবি ভাইরাল হয়েছে টিকটকে। যার সারা গায়ে পয়সা লেগে আছে। যদিও ছবিটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা