kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

সিগারেটের আগুনে ১১টি রকেট উড়ালেন তিনি (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২৯ অক্টোবর, ২০১৯ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেসিগারেটের আগুনে ১১টি রকেট উড়ালেন তিনি (ভিডিও)

দীপাবলির একটা বড় অংশ হলো আতসবাজি ফাটানো। তবে আতসবাজি জ্বালাতে গিয়ে দুর্ঘটনা ঘটার সংখ্যাও কম নয়! তবে এক ব্যক্তি আতসবাজি-রকেট জ্বালিয়েছেন, তা দেখে অবাক হচ্ছেন অনেকেই।

যদিও এ ধরনের কাজ থেকে সাবধান করে দিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। রকেট জ্বালানোর বিপজ্জনক একটি ঘটনা থেকে সকলকে শিক্ষা দিতে চেয়েছেন বিগ বি। 

সে কারণে আবারো একবার নিজের টুইটারে অদ্ভুত একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ। বিগ বি'র শেয়ার করা ওই ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দীপাবলিতে আতসবাজি জ্বালাতে গিয়ে এক ব্যক্তি সিগারেট দিয়ে রকেট জ্বালাচ্ছেন! নিজের হাতে রকেট ধরে সিগারেট দিয়ে আগুন ধরিয়ে একের পর এক রকেট ওড়াচ্ছেন তিনি। 

অমিতাভ বচ্চন ওই ভিডিওটি শেয়ার করে খুবই অবাক হয়েছেন। এই ব্যক্তির এমন কাণ্ড অবাক করার মতোই। বিগ বি ওই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, হে ভগবান! এরকম করবেন না ভাইটি!

দীপাবলিতে এমন বিপজ্জনক কাজ করা থেকে সবাইকে সাবধান করে দিয়েছেন বলিউডের শাহেনশা।সাতদিনের সেরা