kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

৪৬ বছরে আইটেম গার্ল মালাইকা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৯ ১৮:০৮ | পড়া যাবে ১ মিনিটে৪৫ বসন্ত পার করে ৪৬ এ পা রাখলেন মালাইকা অরোরা। বেশ কয়েক বছর ধরে ভারতের বাইরে জন্মদিন পালন করছিলেন তিনি। তবে এ বছর মুম্বাইয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অভিনয় তেমনভাবে না করলেও বহু সিনেমার আইটেম সঙে দেখা গেছে তাকে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া 'দিল সে' সিনেমার 'ছাঁইয়া ছাঁইয়া' গানটি খুবই জনপ্রিয় হয়। চলন্ত ট্রেনের মাথায় চড়ে ওই নাচ আজও নতুন বলেই মনে হয় ।

এরপর ২০০২ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত 'কাঁটে' সিনেমায় মালাইকা অরোরার 'মাহি বে' নাচ খুবই জনপ্রিয় হয়েছিল সে সময়। ওই গানে পোল ডান্স করতে দেখা যায় মালাইকাকে।

২০০৭ সালে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত 'ওয়েলকাম'। সেই সিনেমায় 'হোঁট রাসিলে' গানের সঙ্গে নাচেন মালাইকা।  ২০১০ সালে মুক্তি পাওয়া 'দাবাং' সিনেমার 'মুন্নি বদনাম হুই' গান খুব জনপ্রিয় হয়েছিল। যে কোনো অনুষ্ঠানেই শোনা যাচ্ছিল গানটি ।

২০১২ সালে অক্ষয় কুমার অভিনীত 'হাউসফুল ২'-এর 'আনারকলি ডিসকো চলি' গানটিও যথেষ্ট খ্যাতি কুড়িয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা