kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বিষধর সাপের পাশ দিয়ে যাচ্ছে শিশু দু'টি

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৯ ২৩:০০ | পড়া যাবে ১ মিনিটেবিষধর সাপের পাশ দিয়ে যাচ্ছে শিশু দু'টি

অস্ট্রেলিয়ার এস্কডালেতে মিট্টা মিট্টা নদীর পাশে পরিবারের লোকজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল দুই শিশু। ওই দুই শিশু হেঁটে যাওয়ার সময় তাদের পায়ের একেবারে কাছ দিয়ে বেরিয়ে যায় বিষধর ইস্টার্ন ব্রাউন সাপ। 

ওই সময় বাচ্চা দু’টির পিছন থেকে ছবি তোলেন তাদের মা। তার ক্যামেরায় ধরা পড়ে মাটির সঙ্গে প্রায় মিশে থাকা সাপের ছবিও। সেই ছবির মধ্যে সাপ খুঁজে বের করার ‘খেলা’য় এখন মেতেছেন নেটিজেনরা।

বাচ্চা দু’টির মা ছবিটি তুললেও, তাদের দাদা ছবিটি পাঠায় ‘স্নেক ক্যাচার ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া’ নামের একটি সংস্থার কাছে। ওই সংস্থা ছবিটি নিজেদের ফেসবুক পেজ থেকে সম্প্রতি আপলোড করেছে। তার পর ভাইরাল হয়ে গেছে ছবিটি। 

সেই পোস্টে স্নেক ক্যাচার ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া লিখেছে, ইস্টার্ন ব্রাউনের মতো বিষধর সাপের মুখে পড়লে কী রকম আচরণ করতে হবে। তারা বলেছে, এই সাপ আক্রমণকারী নয়, কিন্তু এদের সম্মান না দেখালে বিপদের মুখে নিজেকে ঠেলে দেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা