kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

যৌনকর্মীদের ২৫ শতাংশ এইডস আক্রান্ত সেখানে

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৯ ২০:৪২ | পড়া যাবে ১ মিনিটেযৌনকর্মীদের ২৫ শতাংশ এইডস আক্রান্ত সেখানে

ভারতে যৌন রোগের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানোর পরেও মিজোরামের যৌনকর্মীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। জানা গেছে, সেখানে প্রতি চারজন যৌনকর্মীর মধ্যে একজন এইডসে আক্রান্ত। 

সম্প্রতি ভারতের জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এইডস সংক্রমণের দিক দিয়ে ভারতের মধ্যে প্রথমে রয়েছে মিজোরাম। মিজোরাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে সেখানে নয়শ ছয়জন যৌনকর্মী রয়েছেন। 

তাদের মধ্যে ২৫ শতাংশই এইডসে আক্রান্ত। মিজোরামের নানা জায়গা থেকে তারা আসেন। বেশিরভাগই কাজ করতে যান আইজল শহরে। অর্থনৈতিক টানাপড়েন থেকেই এই পেশায় যোগ দিতে বাধ্য হন তারা।

তিন বছর আগেও সেখানে এইডস এমন মহামারি আকার ধারণ করেনি। তখন মনিপুর এবং নাগাল্যান্ডই ছিল মূল। বর্তমানে মিজোরামের সংখ্যা সেসব কিছুকে ছাপিয়ে গেছে। জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার প্রতিবেদন অনুসারে ১৯৯০ সাল থেকেই উত্তরপূর্বে এইডসে আক্রান্তের সংখ্যা অন্য সব রাজ্যের তুলনায় বেশি।

মন্তব্যসাতদিনের সেরা