kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

তিনতলা থেকে নিচে পড়েও অক্ষত শিশু! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৯ ২০:৩৮ | পড়া যাবে ১ মিনিটেতিনতলা থেকে নিচে পড়েও অক্ষত শিশু! (ভিডিও)

ভারতের মধ্যপ্রদেশের টিকামগড় নামক এলাকায় তিনতলায় পরিবারের অন্যদের সঙ্গে খেলা করছিল এক শিশু। খেলতে খেলতে ভারসাম্য হারিয়ে রেলিং টপকে উপর থেকে পড়ে যায়। কিন্তু উঁচু থেকে পড়লেও মারাত্মক কোনো চোট লাগেনি বাচ্চাটির। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজের অংশ ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গলির রাস্তা দিয়ে রিকশা হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক। আচমকাই তার রিকশার সিটের ওপর কিছু একটা এসে পড়ে উপর থেকে। দেখা যায়, একটি শিশু! তাকে তুলতে যাওয়ার সময়ই শুটির বাবা-মা এসে উদ্ধার করেন। ঘটনার পর বাচ্চাটিকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি এখন সুস্থ আছে বলে জানিয়েছেন তার বাবা।

মন্তব্যসাতদিনের সেরা