kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

লুট করতে এসে বৃদ্ধার কপালে চুম্বন ডাকাতের!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৯ ২০:১০ | পড়া যাবে ২ মিনিটেলুট করতে এসে বৃদ্ধার কপালে চুম্বন ডাকাতের!

ডাকাত দলের কবলে পড়ে মারধর কিংবা প্রাণহানির ঘটনা প্রায়শই ঘটে। তবে কখনো ডাকাতি করতে এসে ডাকাত চুমু খেয়ে চলে যান এমন দৃশ্য দেখেননি কেউই। তবে ব্রাজিলের একটি ওষুধ দোকানে এমনই ঘটনা ঘটেছে। শ্বাসরুদ্ধকর এমন পরিস্থিতির একটি ভিডিও সম্প্রতি সামানে এসেছে।

ওই ভিডিওতে দেখা যায়, দোকানে বন্দুক হাতে দুই ডাকাত ঢুকে পড়েছেন। ভয়ে মাথার ওপর হাত তুলে দাঁড়িয়ে আছেন দোকানদার। ডাকাতরা দোকানে ঢোকার আগে এক বৃদ্ধা এসেছিলেন সেখানে। সেই মুহূর্তে তিনিও সেখানেই ছিলেন, বের হতে পারছিলেন না। ততক্ষণে বন্দুক দেখিয়ে কাউন্টার থেকে টাকা লুট শুরু হয়ে গিয়েছে। ড্রয়ার খুলে টাকা নিচ্ছিলেন এক ডাকাত। অন্য ডাকাত বন্দুক হাতে পাহারা দিচ্ছিলেন। এই সব যখন চলছিল, তখন ক্যামেরাতে এক অন্যরকম দৃশ্য ধরা পড়ে। দেখা যায় ওই বৃদ্ধার কাপালে চুমু এঁকে দিচ্ছেন এক ডাকাত।

ডেইলি মেইলকে ওষুধের দোকানের মালিক স্যামুয়েল আলমেডিয়া জানান, ডাকাতদের দেখে ওই বৃদ্ধা তার কাছে থাকা টাকাও দিয়ে দিতে যান। তখনই এক ডাকাত বলেন, আপনার টাকা আমাদের দরকার নেই। সেই সঙ্গে ওই বৃদ্ধার কপালে চুমুও খান। লুটপাট করে নির্বিঘ্নেই বেরিয়ে যান দুই ডাকাত।

মন্তব্যসাতদিনের সেরা