kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

সিগারেট মুখে নিয়ে ঘুরছে আরশোলা (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৯ ১৯:১৬ | পড়া যাবে ১ মিনিটেসিগারেট মুখে নিয়ে ঘুরছে আরশোলা (ভিডিও)

বিশ্বের বিভিন্ন দেশেই প্রকাশ্যে ধূমপান আইনত অপরাধ। তার পরেও অনেক দেশেই ঠোঁটে সিগারেট গুঁজে মানুষকে চলাফেরা করতে দেখা যায় হরহামেশা। কিন্তু আরশোলা রাস্তায় সিগারেট নিয়ে ঘুরছে, এ রকম দৃশ্য কী কখনো চোখে পড়েছে? 

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সেটাই দেখা গেছে। টম ক্রেচমার নামের এক ব্যক্তি বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছেন একটি ভিডিও। নিউইয়র্কের ওই নাগরিকের আপলোড করা সেই ভিডিওটি ম্যানহাটনের সাবওয়ে স্টেশনের বাইরের অংশের। 

ওই জায়গা থেকে ওয়াল ও সেন্ট্রাল পার্কও বেশি দূরে নয়। সেখানে দেখা যায়, স্ল্যাবের উপর পড়ে আছে সিগারেটের টুকরা। সেই সিগারেটের টুকরা মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি আরশোলা!

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গেছে। আপলোড করার একদিনের মধ্যে প্রায় ২২ লাখ ইউজার দেখে ফেলেছেন ভিডিওটি।

মন্তব্যসাতদিনের সেরা