kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

চন্দনচোর তাড়াতে ফাঁকা গুলি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৯ ২২:২০ | পড়া যাবে ২ মিনিটেচন্দনচোর তাড়াতে ফাঁকা গুলি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য

রবীন্দ্রনাথের সাধের বিশ্বভারতী থেকে নোবেল চুরি হয়ে গেছে বহুদিন আগে। তা নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। তার পরেও বিশ্বভারতী নিয়ে তেমন নিরাপত্তা নেওয়া হয়নি।

সেটারই প্রমাণ বারবার মিলছে চন্দন কাঠ চুরি থেকে। কিছুদিনের ব্যবধানেই বিশ্বভারতীতে চন্দন গাছ চুরি হয়ে গেলেও কোনো কিনারা করা সম্ভব হচ্ছে না।

এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা কর্মীরা দুই রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, বিশ্বভারতীর হাই সিকিউরিটি জোন রবীন্দ্রভবনে চন্দন গাছ চুরির চেষ্টা করছিল দুষ্কৃতিকারীরা। তাদের ভয় পাওয়াতেই শূন্যে গুলি চালায় দুই নিরাপত্তারক্ষী।

বিশ্বভারতী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে রবীন্দ্রভবনের পশ্চিম দিকে জনাকয়েক দুষ্কৃতিকারী গাছ কাটার উদ্দেশ্যে আসে, এমনটাই জানতে পারে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। 

সেই সময় তারা শূন্যে গুলি চালায়। এ ঘটনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, চন্দন গাছ চুরি আটকাতে নিরাপত্তা জোরদার করলেই তো হয়, গুলি চালানোর প্রয়োজন পড়ল কেন? 

এর আগে ২০০৭ সালে বিশ্বভারতীর এক ছাত্রীনিবাসে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রেমিকাকে গুলি করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছিলেন প্রেমিক। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল।

বিশ্বভারতীর একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা তদন্তে নেমেছে। পাশাপাশি আমাদেরও তদন্ত শুরু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা