kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

কথা রাখেননি মেয়র, পিটিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে ঘুরিয়েছে চাষিরা (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৯ ১৮:৪০ | পড়া যাবে ১ মিনিটেকথা রাখেননি মেয়র, পিটিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে ঘুরিয়েছে চাষিরা (ভিডিও)

ভোটের আগে বিভিন্ন ধরনের কথা দিয়ে সেসব পরে আর রাখেননি। সে কারণে অফিস থেকে মেয়রকে বের করে বেধড়ক পিটিয়েছে ক্ষুব্ধ চাষিরা। এখানেই থেমে যাননি তারা, মেয়রকে একটি ট্রাকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কয়েক কিলোমিটার রাস্তায় ঘোরানো হয়।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোতে। গত মঙ্গলবার লাস মারগারিটাস শহরে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেয়র জর্জ লুইস এসকানডনকে অফিস থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসেন ক্ষুব্ধ চাষিরা। তারপর তাকে মারধরও করা হয়। চাষিদের অভিযোগ ও দাবি ছিল, একটি প্রচার অনুষ্ঠানে চাষিদের বলা হয়েছিল একটি রাস্তা তৈরি করা হবে। সেই রাস্তা বছরের পর বছর ঘুরে গেলেও সে আশ্বাস পূরণ হয়নি।

ঘটনার কথা জানার পর আমজনতার হাত থেকে মেয়রকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ১১জন চাষিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ক্ষুব্ধ জনতার হাত থেকে মেয়রকে উদ্ধার করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা