kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

পুলিশের মাথার উকুন বেছে দিচ্ছে বানর!

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৯ ১৬:২৪ | পড়া যাবে ১ মিনিটেপুলিশের মাথার উকুন বেছে দিচ্ছে বানর!

ভারতের উত্তরপ্রদেশে থানায় বসে তখন কাজ করছিলেন থানার এক কর্মকর্তা। এমন সময় তিনি অনুভব করলেন মাথায় যেন আঙুল বোলাচ্ছে কেউ। ঘাড় ঘোড়াতেই চোখ কপালে ওঠার জোগাড়। একদৃষ্টিতে দেখলেন, মাথার চুলে বিলি কাটছে আস্ত এক বানর। লম্বা লেজ ঝুলিয়ে চেয়ারের পিছনে বসে আছে বানর। 

এই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে বানরটি বিলি কাটছে না, মাথার উকুন বাছছে। তবে প্রথমে চমকে গেলেও পরে বানরের কাছ থেকে এমন মাথার মালিশ পেয়ে আপ্লুত পিলিভিট জেলার সর্দার কোতওয়ালি থানার পুলিশকর্তা। যে পুলিশের মাথা থেকে উকুন বাছছিল বানরটি তার নাম শ্রীকান্ত দ্বিবেদি। তবে বানরের উকুন বাছার ঘটনা দেখে অন্য সহকর্মীরা চেঁচামেচি জুড়লেও খোসমেজাজে কাজ চালিয়ে গিয়েছেন তিনি। 

ভিডিওটি দেখে হেসে উঠেছেন নেটিজেনরা। একজন টুইটারে লেখেন, বানরটি নিশ্চয়ই ওই পুলিশকর্মীর বন্ধু।

মন্তব্যসাতদিনের সেরা